২০১৮-২০১৯ শিক্ষা বর্ষে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত নীতিমালা অনুযায়ী অনলাইনে এমবিবিএস কোর্সে সরকারী-বেসরকারী মেডিকেল কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ- ১৮ সেপ্টেম্বর/২০১৮ রাত ১১.৫৯ পর্যন্ত।
যারা ইংরেজী ২০১৫ বা ২০১৬ সনে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ইংরেজী ২০১৭ বা ২০১৮ সনে এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পদার্থ,রসায়ন ও জীববিদ্যাসহ পরীক্ষায় উর্ত্তীর্ন হয়েছে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। উভয় পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে। তবে জীববিদ্যায় ৩.৫০ থাকতে হবে।
অনলাইনে আবেদন জমা দেয়ার পূর্বে নির্দেশাবলী ভালভাবে বুঝে নিতে হবে। বিজ্ঞপ্তিটি সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে নেয়ার জন্য এখানে ক্লিক দিন। অথবা নিচের ইমেজ গুলি ডাউনলোড করে নিন-
সকল ধরণের চাকুরীর খবর সহ অনলাইনে রোজগারের উপায় জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন। লিংক- https://web.facebook.com/rojgarbd/