Breaking News

সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহে ১৩৭৮ জন সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে পিএসসি

পরীক্ষা নিয়ন্ত্রক ( নন-ক্যাডার) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি ঢাকা সহকারী শিক্ষক পদে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহবান করেছে। আবেদনের শেষ তারিখ- ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পদসমূহ ও সংখ্যা-

১. সহকারী শিক্ষক/শিক্ষিকা (বাংলা)- ১০ম গ্রেড- ৩৬৫ জন

২. সহকারী শিক্ষক/শিক্ষিকা (ইংরেজি)- ১০ম গ্রেড- ১০৬ জন

৩. সহকারী শিক্ষক/শিক্ষিকা (গণিত)- ১০ম গ্রেড- ২০৫ জন

৪. সহকারী শিক্ষক/শিক্ষিকা (সামাজিক বিজ্ঞান)- ১০ম গ্রেড- ৮৩ জন

৫. সহকারী শিক্ষক/শিক্ষিকা (ভৌতবিজ্ঞান)- ১০ম গ্রেড- ১০ জন

৬. সহকারী শিক্ষক/শিক্ষিকা (জীববিজ্ঞান)- ১০ম গ্রেড- ১১৮ জন

৭. সহকারী শিক্ষক/শিক্ষিকা (ব্যবসায় শিক্ষা)- ১০ম গ্রেড- ০৮ জন

৮. সহকারী শিক্ষক/শিক্ষিকা (ভুগোল)- ১০ম গ্রেড- ৫৪ জন

৯. সহকারী শিক্ষক/শিক্ষিকা (চারুকলা)- ১০ম গ্রেড- ৯২ জন

১০. সহকারী শিক্ষক/শিক্ষিকা (শারীরিক শিক্ষা)- ১০ম গ্রেড- ৯৩ জন

১১. সহকারী শিক্ষক/শিক্ষিকা (ধর্ম)- ১০ম গ্রেড- ১৭২ জন

১২. সহকারী শিক্ষক/শিক্ষিকা (কৃষি শিক্ষা)- ১০ম গ্রেড- ৭২ জন

*আবেদনের বিস্তারিত জানতে নিচের ইমেজগুলি ডাউনলোড করে নিয়ে দেখে নিন-

* প্রার্থীদেরকে Web address : http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web address : www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশনের নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফরম -5A পূরণ করে অনলাইন রেজিস্ট্রেসশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশাবলী আয়ত্ব করে নিতে হবে।

Check Also

রেলওয়ের ২০২৪ সালের ধামাকা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

রেলওয়ের ২০২৪ সালের ধামাকা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি   বাংলাদেশ রেলওয়ে রাজস্বখাতে দুইটি পদে বিশাল ধামাক …

Leave a Reply