প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন বাহিনী সদর দপ্তরএবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরসহ আন্তঃবাহিনী সংস্থাসমুহের সাংগঠনিক কাঠামোভুক্ত বেসামরিক শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট থেকে আবেদন পত্র আহবান করেছে। আবেদনের শেষ তারিখ- ৮ অক্টোবর/২০১৮
পদসমূহ, সংখ্যা ও বেতন গ্রেড-
১. নিরাপত্তা উপ-পরিদর্শক – ৭জন, গ্রেড- ১২
২. সহকারী – ৩জন, গ্রেড- ১৩
৩. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর- ৭জন, গ্রেড-১৩
৪. উচ্চমান করণিক- ৫জন, গ্রেড- ১৪
৫. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর- ৩জন, গ্রেড- ১৪
৬. অফিস করণিক- ৫৬জন, গ্রেড- ১৬
৭. নিরাপত্তা তত্বাবধায়ক (এসএস)- ২২জন, গ্রেড- ১৬
৮. ড্রাইভার- ১জন, গ্রেড- ১৫
৯ ড্রাইভার- ১জন, গ্রেড- ১৬
১০. প্লাম্বার- ১জন, গ্রেড- ১৬
১১. কার্পেন্টার- ১জন, গ্রেড- ১৮
১২. অফিস সহায়ক- ৪৪জন, গ্রেড- ২০
১৩. বাবুর্চি- ৮জন,গ্রেড- ২০
১৪. মেসওয়েটার- ৪জন, গ্রেড- ২০
১৫. মালী- ৪জন,গ্রেড- ২০
১৬. নিরাপত্তা প্রহরী- ৪জন, গ্রেড- ২০
১৭. সহকারী বাবুর্চি- ১জন, গ্রেড- ২০
১৮. পরিচ্ছন্নতা কর্মী- ৫জন, গ্রেড- ২০
আবেদনের যোগ্যতা ও বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন-
অথবা ভিজিট করুন- http://www.dcd.gov.bd/
প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি www.mopa.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অথবা নমুনা নিচের ইমেজ থেকে ডাউনলোড করে নিতে পারেন-
আবেদনপত্র ৮ অক্টোবর/২০১৮ এর মধ্যে মহাপরিচালক, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১৯৮, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬ ঠিকানায় পৌঁছাতে হবে।
সকল ধরণের চাকুরীর খবর সহ অনলাইনে রোজগারের উপায় জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন। লিংক- https://web.facebook.com/rojgarbd/