প্রতিষ্ঠান: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা-১০০০
স্মারক নং: বি.এম.ইউ/২০২৫/১৪৮০৩
তারিখ: ১১/০৮/২০২৫
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদ ও যোগ্যতা
| ক্র. নং | ০১
পদের নাম | সিনিয়র স্টাফ নার্স (বিএস-১০)
| পদ সংখ্যা ৮০০ জন (অস্থায়ী ভিত্তিতে) |
| বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা (ক) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি/ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বি.এস.সি নার্সিং)। (খ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে নিবন্ধিত হতে হবে। |
আবেদনের শর্তাবলী
- আবেদন শুরু হবে **১৫/০৮/২০২৫ খ্রি. সকাল ১০.০০ টা থেকে** এবং শেষ হবে **০১/০৯/২০২৫ খ্রি. বিকাল ৫.০০ টা পর্যন্ত**।
- কেবলমাত্র অনলাইনে আবেদন করতে হবে ([www.bmu.ac.bd](http://www.bmu.ac.bd) ওয়েবসাইটে প্রবেশ করে)।
- প্রার্থীর বয়স ০১/০৯/২০২৫ তারিখে **১৮ থেকে ৩০ বছর** হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
- আবেদন ফি **৫০০/- টাকা (পাঁচশত টাকা মাত্র)** টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।
- আবেদনের সঙ্গে যা যা জমা দিতে হবে:
- সদ্য তোলা রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল)
-
স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল)
-
ব্যাংক রসিদ/পে-অর্ডার
-
সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, নাগরিকত্ব সনদপত্র ইত্যাদি
- অনলাইনে আবেদন শেষে **Tracking Number** এবং **Password** সংরক্ষণ করতে হবে।
- Admit Card ডাউনলোড করে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- নিয়োগ সংক্রান্ত সকল তথ্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তির ইমেজ দেখুন-
বিশেষ নির্দেশনা
-
আবেদনকারীর প্রদত্ত তথ্য যাচাই সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে।
-
কোনো প্রকার ভুয়া তথ্য প্রদান করলে প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।
-
কেবলমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরই লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
-
মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে।
-
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।