বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৪টি স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিম্নবর্ণিত পদসমূহে স্থায়ীভাবে যোগ্যতা অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে-

পদগুলি হচ্ছে-

১. সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রডাকশন, সংগীত)

২. সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রডাকশন, নৃত্য )

৩. লাইট ডিজাইনার

৪. সহকারী সচিব

৫. সহকারী পরিচালক (পি,এস)

৬. কালচারাল অফিসার

৭. নৃত্য শিল্পী (গ্রড-৩)

৮. নৃত্য শিল্পী (জুনিয়র)

৯. সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

১০. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

১১. কার্পেন্টার (ফ্রেমার)

১২. প্লাম্বার

সকল পদের আবেদনের যোগ্যতা ও নির্দেশাবলী নিচের বিজ্ঞপ্তি থেকে জেনে নিন।

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত আবেদন ফরমটি www.moca.gov.bd/  ও www.shilpakalaacademy.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। হার্ডকপি একাডেমির প্রশাসন বিভাগে পাওয়া যাবে।

প্রার্থী স্বাক্ষরিত আবেদন আগামী ২০সেপ্টেম্বরের/২০১৮’র মধ্যে ডাকযোগে “মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা”-এর বরাবরে পৌছাতে হবে।

Check Also

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনী নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে সাধারণ ও টেকিনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা আগ্রহী প্রার্থিদের …

Leave a Reply