Breaking News

কম্পিউটার মনিটরে নো সিগন্যাল সমস্যার সমাধান

আমরা অনেকেই ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে থাকি। একজন হেসে হেসে বলেছিলেন কম্পিউটার থাকা মানে মাঝে মাঝে অসুস্থ্য হওয়া। অর্থাৎ কম্পিউটারে নানান সমস্যা দেখা দিবেই। আপনি যদি নিজেই সেই সমস্যার সমাধান করে ফেলতে পারেন মনে বড়ই তৃপ্তি পাবেন। আজ আপনাদের সামনে একটি ভিডিও লিঙ্ক শেয়ার করছি যাতে আপনি কম্পিউটার মনিটরে “নো সিগন্যাল” সমস্যার সমাধান কিভাবে করবেন তা জানতে পারবেন। মোঃ রুবেল ইসলাম হাতে কলমে তা দেখিয়ে দিচ্ছেন। আশাকরি আপনাদের ভাল লাগবে ও কাজে আসবে। ভাল লেগে থাকলে পরবর্তি টিপসের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।

Check Also

কম্পিউটার অন হচ্ছে না? (অফিসের Windows 10/11 পিসি ট্রাবলশুটিং গাইড)

  অফিসের ব্যস্ত সময়ে হঠাৎ কম্পিউটার অন না হলে পুরো কাজই থেমে যায়। অনেক সময় …

Leave a Reply