Breaking News

সাবধান প্রতারকদের পাতা ফাঁদে পা দিবেন না, এরা ফেসবুকে বিভিন্ন নামে ফাঁদ পেতে আছে।।

সাবধান প্রতারকদের পাতা ফাঁদে পা দিবেন না, এরা ফেসবুকে বিভিন্ন নামে ফাঁদ পেতে আছে।।

 

আমার প্রিয় বন্ধুরা, গত কয়েকদিন থেকেই ফেসবুকে বিভিন্ন ব্রান্ডের নামে স্পন্সর পোস্টের নাম দিয়ে সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে অনলাইনে আয় রোজগারের নামে ফেসবুক বন্ধুদের প্রতারণা করার অভিনব আয়োজন দেখা যাচ্ছে। বন্ধুরা যারা অনলাইন থেকে নিজে কিছু আয় করতে চান তারা একটু সাবাধানে পা ফেলবেন। এখানে হাজার হাজার রাস্তা থাকলেও সব রাস্তা কিন্তু পরিস্কার ও স্বচ্ছ নয়।

 

ইদানীং বেশ কিছু প্রচারণা দেখলাম। দেখে মনে হলো আপনাদের সাবধান করা প্রয়োজন তাই, এই পোষ্টের অবতারণা। এতে প্রতারকদের দৃষ্টিতে খারাপ লাগলেও ভালো কিছু করতে পেরেছি মনে করে আমার তৃপ্তি লাগবে। তাহলে শুরু করা যাক এরা কিভাবে আপনাদের সাথে প্রতারণার জাল পেতেছে তা একটু দেখে নেয়া যাক-

 

প্রথমে এই নিচের ছবিটা দেখুন, এখানে বিস্তারিত ভাবে কিভাবে প্রতারণা করছে তার বিশদ বিবরণ দেয়া আছে-

 

এরপর দেখুন এর বিভিন্ন জনপ্রিয় ব্রান্ডের নাম দিয়ে কিভাবে প্রচারণা চালাচ্ছে তা দেখুন-

 

 

পরিশেষে সকলের প্রতি জানাচ্ছি যে, অনলাইনে আয় রোজগারের প্রচারণা দেখেই ঝাঁপিয়ে পরবেন না, আগে যাচাই করুন এবং তারপর কাজে নামুন। সবাই ভালো ও সুস্থ্য থাকুন এই কামনা করছি। ধন্যবাদ।

Check Also

কম্পিউটার ডেস্কটপ ও ল্যাপটপ দ্রুত রাখার ১২টি কার্যকর ম্যানুয়াল টিপস

আমরা প্রতিদিন কাজ, পড়াশোনা বা বিনোদনের জন্য কম্পিউটার ব্যবহার করি। কিন্তু সময়ের সাথে সাথে ডিভাইস …

Leave a Reply