Breaking News

পোল্যান্ডে জরুরী নিয়োগের জন্য জব ফেয়ার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী আল শাহাদত ওভারসীজ এর আহবানে পোল্যান্ডে চাকুরী করতে ইচ্ছুক এমন প্রার্থিদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ অনুযায়ী যোগাযোগ করার আহবান করা হয়েছে। জব ফেয়ারে অংশগ্রহণ কালে প্রাথমিক বাছাই পর্বে কোন প্রকার অর্থের প্রয়োজন হবেনা বলে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

যে সমস্ত পদে লোক পোল্যান্ডে যাবার জন্য অংশ নিতে পারবেন তারা হচ্ছে-

১. ওয়েলডার

২. তালা ফিটিং

৩. ফোর্ক লিফট ড্রাইভার

৪. গাড়ী ফিটিং লেবার

৫. রাজমিস্ত্রী

৬. স্টিল ফিক্সচার

৭. মাংশ প্রক্রিয়াকরণ কর্মী

বিস্তারিত জানতে নিচে বিজ্ঞপ্তির ইমেজ দেখুন-

(বিশেষ দ্রষ্টব্য- বুঝে শুনে অর্থ লেন দেন করুন, কখনই প্রতারণার শিকার হবেন না। প্রয়োজনে আইন শৃংখলা বাহিনীর পরামর্শ নিন। এই বিজ্ঞপ্তির সাথে rojgar-bd.com এর কোন সংপৃক্ততা নেই। )

 

মোবাইল থেকে আয়রোজগার সহ চাকুরীর নিয়োগের খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। পেজ লিংক– https://web.facebook.com/rojgarbd/

 

সূত্রবাংলাদেশ প্রতিদিন

 

Check Also

জাপানে চাকুরির সুযোগ (নার্স, আইটি ও অটোমোবাইল)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় যুব/যুব মহিলাদের জাপান শ্রম বাজারে আকর্ষনীয় বেতনে আইটি, অটোমোবাইল টেকনিশিয়ান …

Leave a Reply