সকল পাঠকদের সুখবর জানাতে চাই যে, আমরা নিয়মিত ভাবে এখন থেকে আপনাদের প্রিয় রোজগার-বিডি’তে সকল নিয়োগ পরিক্ষা সহ সকল ধরণের পরিক্ষার প্রস্তুতি পর্বের জন্য বাছাই করা প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হচ্ছি। এবারে ৩য় প্রস্থের সমাহার নিয়ে আপনাদের সামনে উপস্থিত।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
প্রশ্ন-১.শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর:প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
প্রশ্ন-২.ওয়ারী বটেস্বর’ প্রত্নস্থল কোথায়?
উত্তর- নরসিংদি।
প্রশ্ন-৩.২০০৮-০৯ অর্থবছরের বাজেটে সর্বনিম্ন করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে।
উত্তর : একলক্ষ ৬৫০০০ টাকা।
প্রশ্ন-৪.বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন কোনটি ?
উত্তর : ১০ ডাউনিং স্ট্রিট।
প্রশ্ন-৫.বাংলাদেশের সর্বশেষ পাবলিক বিশ্ববিদ্যালয়কোনটি?
উত্তর:বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।
প্রশ্ন-৬.বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর:ভোলা।
প্রশ্ন-৭.পৃথিবীর সবচেয়ে বেশি চা উদপাদনকারী দেশ কোনটি?
উত্তর: ভারত।
প্রশ্ন-৮.বাংলাদেশে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ কোনটি?
উত্তর:যুক্তরাষ্ট্র।
প্রশ্ন-৯.ভ্যাট শদ্বটি দ্বারা কী বোঝায়?
উত্তর:ভ্যালু এ্যাডেড ট্যাকস্।
প্রশ্ন-১০. “মানব ইতাহাস মূলতঃ শ্রেণী সংগ্রামের ইতিহাস”-উক্তিটি কার?
উত্তর :কার্ল মার্কস ।
প্রশ্ন-১১.র্যাব শদ্বটি কী বোঝায়?
উত্তর:র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন।
প্রশ্ন-১২.বাংলাদেশের মুসলিমদের মধ্যে প্রচলিত বিবাহরীতি কোনটি?
উত্তর:উভয় প্রকার।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
মোবাইল থেকে আয়–রোজগার সহ চাকুরীর নিয়োগের খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। পেজ লিংক– https://web.facebook.com/rojgarbd/