আমার কেহ নাই ওরে আল্লাহ তুমি বিনে ।। বাউল গান গেয়েছেন সোহানুর রহমান সোহান

গীতিকার মোঃ জাকির হোসেনের চমৎকার এই গানটির সুর করেছেন ঠাকুরগাঁও বেতার শিল্পী সোহানুর রহমান সোহান। কণ্ঠও দিয়েছেন তিনি। যখন বাংলায় মৌলিক নতুন গানের অভাববোধ করা যাচ্ছে, তখন গীতিকার জাকির হোসেন কলম তুলে নিয়ে লিখছেন একের পর এক বাউল গান, মৌলিক গান। আর হৃদয় নিংড়ানো সুরে সেই গানকে কন্ঠে ভাসিয়ে দিচ্ছেন সুরের খেলা সোহানুর রহমান সোহান।

আশাকরি আপনাদের ভাল লাগবে। যদি মনে করেন না এই ইউটিউব চ্যানেলটি বাংলা গানের জন্য কিছু করছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ।

 

 

 

Check Also

মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই।। দেহতত্ব গান

গানটি গেয়েছেন বাউল জিয়া। তৃণমূল পর্যায়ের শিল্পী। আমার সাথে তার দেখা হয় লালন শাহের মাজারে …

Leave a Reply