Bd Cash – Earn Money বাংলাদেশী অনলাইন ইনকাম ইচ্ছুকদের জন্য তৈরি করা হয়েছে । দিনে কিছু সময় অল্প কিছু টাস্ক (এ্যাড দেখা) পূরণ করে কয়েন উপার্জন করতে পারেন । নির্দিষ্ট পরিমান কয়েন ক্যাশ আউট করে এই টাকা সরাসরি রিচার্জ, বিকাশে বা রকেট করে নিতে পারবেন । এই জন্য আপনাকে প্রথমেই গুগল প্লেস্টোর থেকে এপসটি ডাউনলোড করে নিতে হবে আপনার এন্ড্র্যোয়েড মোবাইলে। এপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক দিন।
এবারে ইন্সটল দিন। ইন্সটল শেষে ওপেন করুন-
এখানে আপনার ইমেইল,পাসওয়ার্ড,এড্রেস ও মোবাইল নাম্বার দিয়ে Create Account এ ক্লিক দিলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর লগইন করুন এবং কাজের জায়গায় চলে আসুন। এখানে আপনি নির্ধারিত পয়েন্টে ক্লিক দিয়ে Ads দেখুন। Ads দেখা শেষ হলে আপনাকে পয়েন্ট অর্জনের বার্তা দেবে। এরপর ব্যাক বাটনে ক্লিক দিয়ে পুনরায় পয়েন্ট অর্জনের জন্য ক্লিক দিন। ১ পয়েন্টের জন্য ক্লিক দিলে যখন এডে ক্লিক দিতে বার্তা দেবে শুধু তখনই এডে ক্লিক দিবেন এবং কিছুক্ষন সেখানে থাকার পর ব্যাক বাটনে ক্লিক দিয়ে কাজের জায়গায় আসুন- ঠিক নিচের চিত্রের মতই-
নির্দিষ্ট পয়েন্ট অর্জিত হলে নিচের চিত্রের মতই বার্তা দেবে-
দেখুন কিছুক্ষন কাজের পর আমার কত পয়েন্ট হয়েছে-
এইভাবে আপনি ১০০০ পয়েন্ট অর্জন করলে উইথড্র দিতে পারবেন। আপনি ভিপিএন ইউজ করতে পারেন।
এপসের মধ্যেই কিছু অপশন রয়েছে নিচের চিত্রের মত যা আপনাকে সাহায্য করবে।
এই প্রতিষ্ঠানের ফেসবুক গ্রুপ রয়েছে আপনি তাতে যোগ দিয়ে আপনার সমস্যার কথা বলতে পারেন। প্রতিষ্ঠানটির এটি ২য় এপস। প্রথম এপস যার নাম- BD ONLINE EARN-ফ্রিল্যান্সিং আয় এই এপস এবং Bd Cash – Earn Money এপসের কাজের ধরন একই রকম। এর সম্পর্কে জানতে টিউটেরিয়েল পেতে এই সাইটের এই লেখাটি পড়ুন
BD ONLINE EARN-ফ্রিল্যান্সিং আয়, মোবাইল এপস দিয়ে ঘরে বসেই টুকটাক আয় করুন লেখাটি দেখতে এখানে ক্লিক দিন- https://rojgar-bd.com/mobile-apps-income/article/135/
তাহলে আজ এই পর্যন্তই। বিশ্বস্ত ইনকাম বা আয়ের এপস পেলে আবার আপনাদের জানিয়ে দিবো।
বিশেষ দ্রষ্টব্য– Bd Cash – Earn Money সম্পূর্ণ একটি আলাদা স্বাধীন প্রতিষ্ঠান। এর সাথে রোজগার–বিডি.কম এর কোন সংশ্লিষ্টতা নেই। আমরা শুধুমাত্র এই এপস সম্পর্কে আপনাদের অবহিত করেছি, যে এখান থেকে কিছু কিছু অর্থ রোজগার করা যায়। ধন্যবাদ।
সকল ধরণের চাকুরীর খবর সহ অনলাইনে রোজগারের উপায় জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন। লিংক- https://web.facebook.com/rojgarbd/
অনেক সুন্দর করে লিখেছেন ভাই । ধন্যবাদ ।
অনেক সুন্দর লিখছে। কিন্ত app কই…?
সম্ভবত এপস পরিচালনাকারীরা নতুন কোন এপস দিয়েছে। আপনি তাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করুন। ধন্যবাদ।