বাস্তবতা বড়ই নির্মম। এই নির্মমতা মনকে ভারাক্রান্ত করে দেয়। গীতিকার- মোঃ জাকির হোসেনের লেখায় এই গানটিতে বেজে ওঠে করুন বাশির সুর। গানের সুর দিয়েছেন সোহানুর রহমান সোহান। কন্ঠ দিয়েছেন পেশায় একজন ভ্যান চালক যিনি গানকে ভালবাসেন, ভালবাসেন সুর ছন্দ সংস্কৃতিকে। নাম তার মোসলেম। আশাকরি আপনাদের ভাল লাগবে।
রোজগার-বিডি.কম Job News, Online Income, Question Bank