আমায় ছুলে জাত যাবে তোমার – বাউল গান

বাস্তবতা বড়ই নির্মম। এই নির্মমতা মনকে ভারাক্রান্ত করে দেয়। গীতিকার- মোঃ জাকির হোসেনের লেখায় এই গানটিতে বেজে ওঠে করুন বাশির সুর। গানের সুর দিয়েছেন সোহানুর রহমান সোহান। কন্ঠ দিয়েছেন পেশায় একজন ভ্যান চালক যিনি গানকে ভালবাসেন, ভালবাসেন সুর ছন্দ সংস্কৃতিকে। নাম তার মোসলেম। আশাকরি আপনাদের ভাল লাগবে।

 

 

Check Also

মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই।। দেহতত্ব গান

গানটি গেয়েছেন বাউল জিয়া। তৃণমূল পর্যায়ের শিল্পী। আমার সাথে তার দেখা হয় লালন শাহের মাজারে …

Leave a Reply