Breaking News

করোনায় নিহতদের স্মরণে গান ।। আমায় ছুলে জাত যাবে তোমার

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মানুষকে ঠেলে দিয়েছে এক অন্ধকার জীবনে। প্রতিদিন লাখে লাখে মানুষ আক্রান্ত হচ্ছে। একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। বিশ্বের সকল মানুষ আজ এক কাতারে এই করোনার ভয়াবহ ছোবলের হাত থেকে মুক্তি পাবার জন্য। বাস্তবতা বড়ই নির্মম। এই নির্মমতা মনকে ভারাক্রান্ত করে দেয়। গীতিকার- মোঃ জাকির হোসেনের লেখায় এই গানটিতে বেজে ওঠে করুন বাশির সুর। গানের সুর দিয়েছেন সোহানুর রহমান সোহান। কন্ঠ দিয়েছেন পেশায় একজন ভ্যান চালক যিনি গানকে ভালবাসেন, ভালবাসেন সুর ছন্দ সংস্কৃতিকে। নাম তার মোসলেম। আশাকরি আপনাদের ভাল লাগবে।

আশাকরছি এই করোনার বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রয়াস ও বিশ্ব সাস্থ্য সংস্থা সহ বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সফল করার জন্য আপনিও একজন অংশীদার। তাই সামাজিক দূরত্ব সহ সকল নির্দেশাবলী মেনে চলুন। হয়তো খুব শীঘ্রই আমরা ফিরে পাবো এক নির্মল পৃথিবী।

 

Check Also

আমার কেহ নাই ওরে আল্লাহ তুমি বিনে ।। বাউল গান গেয়েছেন সোহানুর রহমান সোহান

গীতিকার মোঃ জাকির হোসেনের চমৎকার এই গানটির সুর করেছেন ঠাকুরগাঁও বেতার শিল্পী সোহানুর রহমান সোহান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *