Breaking News

মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই।। দেহতত্ব গান

গানটি গেয়েছেন বাউল জিয়া। তৃণমূল পর্যায়ের শিল্পী। আমার সাথে তার দেখা হয় লালন শাহের মাজারে লালনের তিরোধান দিবসের অনুষ্টানে। সেই দিন তার কন্ঠের অনেক লালনের গান আমি রেকর্ড করে “শেকড়ের গান” ইউটিউব চ্যানেলে দিয়েছি। দ্বিতীয় বার তার আমন্ত্রণে গিয়েছিলাম ভেড়ামারায় একটি অনুষ্টানে। আমার ব্যক্তিগত অনুরোধে এই গানটি বাউল জিয়া গেয়েছেন। আজ আপনাদের সামনে তা প্রকাশ করলাম। ইতিমধ্যে চ্যানেলটিতে এটাই সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে। আশাকরছি আপনাদেরও  ভাল লাগবে। শুনেই দেখুন। 

মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেহ পঁচা দেহ গৌরব কিসের ভাই।

খর মাটিতে কুমোর যেমন ঠাঁকুরো গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষও গড়ে;

রক্ত শুধু পোকাই ভরা, রক্ত শুধু পোকাই ভরা, খুরে খুরে খাই রে তাই;
এদেহ যে পঁচা দেহ, গৌরব কিসের ভাই;

 

Check Also

আমার কেহ নাই ওরে আল্লাহ তুমি বিনে ।। বাউল গান গেয়েছেন সোহানুর রহমান সোহান

গীতিকার মোঃ জাকির হোসেনের চমৎকার এই গানটির সুর করেছেন ঠাকুরগাঁও বেতার শিল্পী সোহানুর রহমান সোহান। …

Leave a Reply