সম্প্রতি ১৭০০ জন জনবল নিয়োগ দিবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা। সে লক্ষ্যে তাদের ওয়েব সাইট-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। আবেদন পত্র এইঠিকানায় পাওয়া যাবে।
বিস্তরিত দেখুন বিজ্ঞপ্তিতে
এক নজরে
পদের নাম | লাইনক্রু লেভেল-১ (চুক্তিভিত্তিক) |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি (বিজ্ঞান) জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ |
বয়স | বয়স: ১/১০/২০২১ তারিখে ১৮-২১ বছর |
প্রাথীর শারিরীক যোগ্যতা | প্রার্থীকে অবশ্যই সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠা-নামায় সক্ষমতা থাকতে হবে। কাজের মধ্যে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। |
উচ্চতা | কমপক্ষে ৫” ৪” ইঞ্চি থাকতে হব্ |
ওজন | ১১০ পাউন্ড |
বুকের মাপ | স্বাভাবিক ৩০, স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে। |
প্রার্থীর বয়স | ১৮-৩০, সর্বোচ্চ |
বেতন স্কেল | ২৫০০০/- সর্বসাকুল্যে |
আবেদন শেষ কত | ৩০-১০-২০২১ তারিখ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে/কুরিয়ারে/ব্যক্তিগত ভাবে |
ওয়েবসাইট |
বি: দ্র: পল্লী বিদ্যুতে কর্মরত মিটার রিডার লাইক্রু হিসেবে
নিয়োগের ক্ষেত্রে বয়স ২৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।