Breaking News

বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশন চিকিৎসক সহ বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মোট ১৩০জনকে নিয়োগ দিতে যাচ্ছে

শিল্প মন্ত্রণালয়য়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন কারখানা সমূহে শুন্য পদে লোক নিয়োগের নিমিত্তে অনলাইনে আবেদন পত্র আহবান করেছে। আবেদনের শেষ তারিখ- ১৫ অক্টোবর/২০১৮

পদসমূহ, সংখ্যা ও বেতন গ্রেড-

১. সহকারী প্রোগামার- ৩জন, ৯

২. চিকিৎসা কর্মকর্তা- ৫জন, ৯

৩. সহঃ প্রকৌশলী (কেমিক্যাল)- ৩০জন, ৯

৪. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)- ১৫জন, ৯

৫. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)- ১৫জন, ৯

৬. সহকারী প্রকৌশলী (সিভিল)- ২জন, ৯

৭. সহঃ বাণিজ্যিক কর্মকর্তা- ১৮জন, ১০

৮. সহঃ নিরাপত্তা কর্মকর্তা- ১জন, ১০

৯. উপ-সহঃ প্রকৌশলী ( কেমিঃ) -৩১জন, ১০

১০. উপ-সহঃ প্রকৌশলী (যান্ত্রিক) -৪জন, ১০

১১. উপ-সহঃ প্রকৌশলী (বিদ্যুৎ) -৩জন, ১০

১২. উপ-সহঃ প্রকৌশলী (সিভিল) -৩জন, ১০

আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তির ইমেজ দেখুন-

অথবা BCIC র নিজস্ব ওয়েবসাইট www.bcic.gov.bd এখান থেকে নিয়মাবলী, নির্দেশিকা ও বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারেন। উল্লেখ্য এই লিংকেই অনালাইনে আবেদন করতে হবে।

সকল ধরণের চাকুরীর খবর সহ অনলাইনে রোজগারের উপায় জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন। লিংক- https://web.facebook.com/rojgarbd/

Check Also

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন শুন্য পদে …

Leave a Reply