Breaking News

মহিলা বিষয়ক অধিদপ্তর প্রকল্পে ১০,৯৯৩ জনকে নিয়োগ দিচ্ছে

মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনস্থ “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন” শীর্ষক প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগের নিমিত্তে আবেদন পত্র আহবান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ- ১৯ অক্টোবর/২০১৮

পদসমূহ, সংখ্যা ও বেতন পদ্ধতি-

১. উচ্চমান সহকারী কাম-হিসাব রক্ষক, ২জন, বেতন গ্রেড-১৪

২. অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর, ২জন, বেতন গ্রেড- ১৬

৩. ফিল্ড সুপারভাইজার- ১২৮জন, বেতন- চুক্তিভিত্তিক- ১৫,৬৫০/-

৪. জেন্ডার প্রোমোটার, ১০৯৫জন, বেতন- দৈনিকভিত্তিক- ১০০০/-

৫. সংগীত শিক্ষক, ৪৮৮৩জন, বেতন- দৈনিকভিত্তিক- ৫০০/-

৬. আবৃত্তি/কন্ঠশীলন শিক্ষক, ৪৮৮৩জন, দৈনিকভিত্তিক- ৫০০/-

আবেদনপত্রের প্রক্রিয়া সহ বিস্তারিত জানতে নিচের ইমেজ দেখুন-

আবেদন পত্র স্বহস্তে লিখিত হতে হবে। আবেদন পত্র আগামী ১৯ অক্টোবর/২০১৮ এর মধ্যে প্রকল্প পরিচালক, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি দোয়েল চত্বর, ঢাকা এর বরাবরে পৌছাতে হবে।

সকল ধরণের চাকুরীর খবর সহ অনলাইনে রোজগারের উপায় জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন। লিংক- https://web.facebook.com/rojgarbd/

Check Also

পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে ১বছর  চুক্তি ভিত্তিক নিয়োগের জন্য …

Leave a Reply