Breaking News

স্বাস্থ্য অধিদপ্তর এর অধীন বিভিন্ন জেলা ও হাসপাতাল সমূহে বিভিন্ন পদ সহ স্বাস্থ্য সহকারী পদে মোট ৬৫৪ জন লোক নিয়োগ দেয়া হচ্ছে

স্বাস্থ্য অধিদপ্তর এর অধিনস্থ সিভিল সার্জনের দপ্তর ও তার নিয়ন্ত্রণাধীন দপ্তর সমূহে, পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম, কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, আগ্রাবাদ, চট্টগ্রাম, ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল শরিয়তপুর ও লালমনিরহাট এ স্থায়ী রাজস্ব/অস্থায়ী রাজস্বখাতে বিভিন্ন শুন্যপদে নন মেডিকেল কর্মচারী নিয়োগের নিমিত্তে অনলাইনে আবেদন পত্র আহবান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ- ৩১ অক্টোবর/২০১৮

পদসমূহ, সংখ্যা, বেতন গ্রেড –

১. হেলথ এডুকেটর- ১জন, ১১তম

২. সাট-মূদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ৬জন, ১৪তম

৩. পরিসংখ্যানবিদ- ২৭জন, ১৪তম

৪. কোল্ড চেইন টেকনিশিয়ান- ১জন, ১৫তম

৫. কীটত্বতীয় টেকনিশিয়ান- ১জন, ১৫তম

৬. স্বাস্থ্য সহকারী- ৫৪৮জন, ১৬তম

৭. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ১৫জন, ১৬তম

৮. ষ্টোর কিপার- ৪৫জন, ১৬তম

৯. ওয়ার্ড মাষ্টার- ১জন, ১৬তম

১০. ল্যাবরেটরি এটেনডেন্ট- ১০জন, ১৯তম

আবেদন প্রক্রিয়ার বিস্তারিত ও কোন জেলায় কোন পদে নিয়োগ দেয়া হবে তা নিচের ইমেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জেনে নিন-

অথবা http://dghsp.teletalk.com.bd এই ঠিকানা অথবা www.dghs.gov.bd  থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন।

অনালাইনে আবেদন করার ঠিকানা- http://dghsp.teletalk.com.bd

সকল ধরণের চাকুরীর খবর সহ অনলাইনে রোজগারের উপায় জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন। লিংক- https://web.facebook.com/rojgarbd/

Check Also

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন শুন্য পদে …

Leave a Reply