Breaking News

বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন পদে ৩৩ জন নিয়োগ দেয়া হচ্ছে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা’র আওতাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে রাজস্বখাত ভুক্ত বিভিন্ন পদে ৩৩ জন লোক নিয়োগ করা হবে। আগামী ১৩ সেপ্টেম্বর/২০১৮  বিকাল ৫টার মধ্যে অনলাইনে এই ঠিকানায় http://dotr.teletalk.com.bd/home.php আবেদন করতে হবে।

নমুনা নিচে দেখুন-  

পদের নাম ও পদসংখ্যা

১) উচ্চমানসহকারী -০২ টি

২) ষ্টোর কিপার-০৪ টি

৩) লাইব্রেরিয়ান (ইন্সটিটিউট)-০৪ টি

৪) টেকনিক্যাল এসিস্ট্যান্ট-১৩ টি

৫) অফিসসহকারীকামকম্পিউটার মুদ্রাক্ষরিক-০২টি

৬) ইলেকট্রিশিয়ান-০২ টি

৭) হিসাব সহকারী-০৪ টি

৮) ড্রাইভার-০১ টি

৯) বয়লার অপারেটর-০১ টি

আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত নির্দেশাবলী জানতে নিচের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন-

 

 

Check Also

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রাজস্বখাতে সৃজিত শুন্য পদ সমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *