Breaking News

বিলিং সহকারী পদে নিয়োগ চলছে

 

সম্প্রতি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী “বিলিং সহকারী” পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

 

 

_________এক নজরে___________

পদের নাম “বিলিং সহকারী” কাজ নাই মজুরী নাই (মহলিা প্রার্থীদের জন্য সংরক্ষিত)
পদ সংখ্যা ০৫ টি (তবে কম/বেশি হতে পারে)
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪-১০-২০২১ তারিখ
শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5.00 এর মধ্যে ন্যুনতম 3.00 সহ উর্ত্তীর্ণ হতে হবে।  প্রার্থীর গানিতিক বিষয়ে ভাল জ্ঞান ও কম্পিউটার এ বাংলায় 20 ও ইংরেজীতে 30 টি শব্দ টাইপ করতে হবে
বয়স  ২৪/১০/২০২১ খ্রিঃ অনুর্ধ 30 বছর
বেতন/মজুরী ৮০০/- (দৈনিক)
আবেদনের মাধ্যম ডাকযোগে/কুরিয়ারে/ব্যক্তিগত ভাবে
ওয়েবসাইট www.pbs2.gazipur.gov.bd

 

চলতি মাসের সকল চাকুরীর খবর একসাথে দেখতে এখানে ক্লিক করুন-

 

সব ধরনের চাকুরীর খবর সবার আগে পেতে চোখ রাখুন www.rojgar-bd.com

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন – যেন আর কোন চাকুরীর খবর আপনার চোখের আড়াল না হয়।

 

আমাদের ওয়েব সাইটে ভিজিট করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

 

Check Also

দাবী মৌলিক উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান দাবী মৌলিক উন্নয়ন সংস্থা তাদের নির্ধারিত কর্ম এলাকায় …

Leave a Reply