Breaking News

কত কথা ছিল বলিবার বলা হল না। নজরুল সঙ্গীত

উত্তরাঞ্চলের নজরুল সঙ্গীত শিল্পী মো. নজরুল ইসলাম। যার পেশা জীবন কেটেছে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগে। টিকাদান কর্মসূচীর সাথে যার ছিল সম্পৃক্ততা। তিনি এখন অবসরে। সুস্থ্য সাংস্কৃতিক চর্চা যার লক্ষ্য। তিনি এই লক্ষ্যে এখনও সাধনা করে চলেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত যার প্রিয় এখনও সাধনা করে চলেছেন নজরুল সঙ্গীতের উপর। বয়স তাঁকে থামিয়ে দিতে পারেনি, তিনি যেন চির নবীন, প্রাণোচ্ছল সঙ্গীতের জগতে এক বাড়ন্ত যুবক। আজ আপনাদের সামনে তার গাওয়া একটি নজরুল সঙ্গীত উপহার দিচ্ছি। যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন।

গানটি সরাসরি দেখতে চ্যানেল লিঙ্কে ক্লিক দিন এখানে- https://www.youtube.com/watch?v=JwKksdFmtDs

কত কথা ছিল বলিবার, বলা হলো না,
বুকে পাষান সম, রহিলো……,
তারই বেদনা…,তারই বেদনা….,
কত, কথা ছিল বলিবার,
বলা হলো না…।



মনে রহিলো, মনেরই আশা…..,
মনেরই ই ই আাশা,
মনেরই..ই..ই..আশা..আ..আ,
মনে রহিলো, মনেরই আশা,
মিটিলো না, প্রানের পিপাশা….,
বুকে শুকালো, বুকেরই ভাষা,
মুখে এলো না , মুখে এ..এলো না,
কত কথা ছিল বলিবার।



এত চোখের জল, এত গান,
এত সোহাগ আর, আদর অভিমান,
কখন যে হলো অবসান,
বুঝা গেল না,বুঝা গেল না,
ঝরিলো কুসুম যদি হায়…,
ঝরিলো…,ঝরিলো কুসুম যদি হায়,
কেন স্মৃতির কাটা নাহি যায়,
বুঝিলো না, কেহ কারো মন,
বিধিলো ছলনা , বিধিলো ছলনা,
কত কথা ছিল বলিবার,
বলা হলো না,
বুকে পাষান সম রহিলো……,
তারই বেদনা…,তারই বেদনা….,
কত কথা ছিল বলিবার,
বলা হলো না।

বিঃদ্রঃ- গানটি দেখার জন্য এখানে ক্লিক দিন- Watch this video on YouTube.

Check Also

মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই।। দেহতত্ব গান

গানটি গেয়েছেন বাউল জিয়া। তৃণমূল পর্যায়ের শিল্পী। আমার সাথে তার দেখা হয় লালন শাহের মাজারে …

Leave a Reply