Breaking News

২৫০০ এরও অধিক লোক নিয়োগ দিচ্ছে TMSS ঠেংগামারা মহিলা সবুজ সংস্থা

টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। মাইক্রোফাইন্যান্স ও অন্যান্য কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও প্রত্যন্ত এলাকায় অবস্থান করে নিম্নোক্ত পদ গুলিতে নিচের বিজ্ঞপ্তির যোগ্যতা অনুসারে লোক নিয়োগ দিচ্ছে। আপনি আপনার যোগ্যতা অনুসারে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময়- ২০ অক্টোবর/২০১৮ পর্যন্ত।

পদসমূহ-

১.টিএমএসএসে সহকারী পরিচালক (এমএসএমই, সার্বিক ও মামলা মনিটরিং) পদে ৭ জন।

২.জোনাল ম্যানেজার (মাইক্রোফিন্যান্স) পদে ১০ জন।

৩.ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার ৭ জন।

৪.এরিয়া ম্যানেজার (মাইক্রোফিন্যান্স) ৪০ জন।

৫.এরিয়া ম্যানেজার (এমএসএমই) ৫০ জন।

৬.মনিটরিং কর্মকর্তা ২৫ জন।

৭.মানবসম্পদ কর্মকর্তা ১৫ জন।

৮.মামলা কর্মকর্তা ১৫ জন।

৯.সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব) ২০ জন।

১০.ব্রাঞ্চ ম্যানেজার (মাইক্রোফিন্যান্স) ২৫০ জন।

১১.লোন অফিসার ৩৫০ জন।

১২.শাখা হিসাবরক্ষক-কাম-কম্পিউটার অপারেটর ১৫০ জন।

১৩.সিনিয়র সুপারভাইজার (মাইক্রোফিন্যান্স) ৩৬৫ জন।

১৪.ফিল্ড সুপারভাইজার ১২৫০ জন।

১৫.উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা ৫ জন।

১৬.প্রোগ্রাম অফিসার নেওয়া হবে ২ জন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি নিচের ইমেজ থেকে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত জেনে নিন-

১২ আগস্ট প্রথম আলো ও দৈনিক করতোয়ায় প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি।

টিএমএসএসের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে লিঙ্ক- এখানে ক্লিক দিন

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা- 

উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা ও প্রোগ্রাম অফিসার ছাড়া অন্যান্য পদে ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকাল শেষে সংস্থার স্থায়ী বেতনকাঠামো অনুসারে বেতন দেওয়া হবে। মাসিক বেতন ছাড়া উত্সবভাতা, জীবন বীমা ভাতা, সিটি করপোরেশনের ক্ষেত্রে সিটিভাতা দেওয়া হবে। এ ছাড়া ঋণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মীরা লোড অ্যালাউন্স, ক্রেডিট অ্যালাউন্স, হাই পারফরম্যান্স বোনাসসহ বেশ কিছু সুবিধা পাওয়া যাবে।

আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত।

Check Also

উদ্দীপন বেসরকারি সংস্থা ৬৭৫ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে

বাংলাদেশের শীর্ষ স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা “উদ্দীপন” তাদের সংস্থায় বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি …

Leave a Reply